পুরুলিয়ার আদ্রাতে অনুষ্ঠিত হচ্ছে অসুর পরব।
শরদিন্দু বিশ্বাস
পুরুলিয়ার আদ্রাতে অনুষ্ঠিত হচ্ছে অসুর পরব। আমরা যাচ্ছি। আপনাদেরও আসার জন্য নিমন্ত্রণ করছি।
বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যগুলি জুড়ে চলছে অসুর সংস্কৃতি বিকাশের প্রয়াস। প্রতিটি বস্তুর কল্যাণকামী এই মূল ভারতীয় সংস্কৃতির প্রসার আগমী সময়ে আরো বিকশিত হবে। সকলকে অসুর সংস্কৃতির পুন্রজাগ্রনের শুভেচ্ছা জানাই।
JAI ASSUR.
No comments:
Post a Comment